ভারতীয় ক্রিকেট তারকা গৌতম গম্ভীর,নামটা আমাদের প্রত্যেকেরই চেনা। এর আগে ২২ গজে তার অনবদ্য পারফরমেন্সে আমরা প্রত্যেকেই মুগ্ধ হয়েছি। এবার তার খেলাটা ছিল রাজনীতির ২২ গজে।খেলার ময়দানে ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে দুবার আইপিএল ট্রফি সবই তার জয় করা, তাই সবাই তাকিয়ে ছিলো ভোটের ময়দানে তার পারফর্মেন্স দেখার জন্য। তার ফ্যানদের এই আশাও পূর্ণ করলেন তিনি, মাঠে নেমেই সরাসরি স্টেপআউট করে ছক্কা হাঁকালেন।
পূর্ব দিল্লি থেকে বিজেপির টিকিটে নিয়ে দাঁড়িয়ে ৬৯৫১০৯ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রার্থী কংগ্রেসের অরবিন্দর সিং লাভলি পেয়েছেন ৩০৪৭১৮ ভোট। ৩৯০,৩৯১ ভোটের ব্যবধানে জয়ে পেয়েছেন গম্ভীর। ভোটে জয়ের পরে গৌতম টুইট করে সকলকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি নিজের নিকটতম প্রতিপক্ষকেও এক হাত নিয়েছেন তিনি। লিখেছেন, "লাভলি কভার ড্রাইভ না এটা আতশি বল্লেবাজি, এটা বিজেপির গম্ভীর আইডিওলজি যা মানুষ মন থেকে মেনে নিয়েছে"।
No comments:
Post a Comment