Trending

Tuesday, 28 May 2019

মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ১। এটাও সম্ভব নাকি?


জেলা পূর্ব মেদিনীপুর। এই জেলা থেকে এবছর মাধ্যমিকের প্রথম কৃতি ছাত্র টি পেয়েছে পশ্চিমবঙ্গ। অথচ এই জেলারই  কোলা ইউনিয়ন যোগেন্দ্র গার্লস হাই স্কুলের ছাত্রী তমালিকা বাগ গোটা মাধ্যমিক  লিখিত পরীক্ষায় মাত্র ১ নম্বর পেয়েছে। এই নম্বরটি সে পেয়েছে গণিতে।আর বাকি বিষয়গুলিতে সে কোন নম্বরই পায়নি।

তমালিকার বাবা নিজে একজন গৃহ শিক্ষক। তার নিজস্ব একটি কোচিং সেন্টার রয়েছে ।তিনি জানান তমালিকা প্রথম ২০১৮ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। সেখানেও  দু - একটি বিষয় বাদে বাদবাকি বিষয়গুলিতে শূন্য পায়।অথচ স্কুলে নির্বাচনী পরীক্ষা শেষে বেশ ভালো ফল করেছিল ।এমনকি কোচিং সেন্টারের মক টেস্টগুলিতেও সে বেশ ভালো ফল করে।

শুধু তাই নয় তমালিকা নাকি তার বাবার অনুপ্সথিতিতে সেন্টার এর অংক এবং বিজ্ঞান বিষয়ে সকলকে দেখিয়ে দিত। এমন একটি আত্মবিশ্বাসী মেয়ে কি করে সমস্ত বিষয়ে শূন্য পায়? অথচ সাতটি প্রজেক্ট মিলিয়ে সত্তর নম্বর পেয়েছে। তমালিকার বাবা পরিতোষ বাবু এই নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের দ্বারস্থ হয়েছেন।  

No comments:

Post a Comment