পৃথিবী এবার ধ্বংসের মুখে , আস্তে চলেছে ৯৯৯৪২ অপফিস নামে গ্রহাণু।
যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে আগামী ১০ বছরের মধ্যে পৃথিবীর বুকে আসতে চলেছে ৯৯৯৮২ অপফিস নামে একটি বিধ্বংসী গ্রহাণু। এমনি এক গ্রহাণুর ফলে ধ্বংস হয়েছিল ডাইনোসর জাতির। আর আজ, আমরা হতে পারি তার শিকার। নাসা বলেছে আগামী ১৩ই এপ্রিল, ২০২৯ সালে এটি পৃথিবীর কাছে আসতে চলেছে। তবে নাসা আরো জানিয়েছে যে এর দূরত্ব হতে পারে পৃথিবী থেকে প্রায় ৩১০০০ কিলোমিটার দূরে।
এই গ্রহাণুটি পৃথিবীর এতো কাছ থেকে যাওয়ায় , এক অলৌকিদৃশ্যের সাক্ষি হতে চলেছি আমরা। পুরো পৃথিবীর গ্রহাণু বিজ্ঞানীদের কাছেও এটি একটি সুবর্ণ সুযোগ হতে চলেছে। প্রায় ৩৪০ মিটার বিস্তৃত এই গ্রহাণুটিকে , প্রায় ২০০ কোটি মানুষ তাদের নগ্ন চোখে দেখতে পারবে।
অস্ট্রেলিয়া পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূল এবং সমগ্র ভারত মহাসাগর জুড়ে। এছাড়া আফ্রীকার পশ্চিমে ও অবশেষে আটলান্টি মহাসাগরের উপর দিয়ে এর যাত্রাপথ। মার্কিন জ্যোতির্বিজ্ঞানী প্রথম ২০০৪ সালে এই অপফিস আবিষ্কার করেন। তখন থেকে অপটিক্যাল ও রাডার টেলিস্কোপগুলির সাহায্যে এই বিশালাকার অপফিস কে ট্র্যাক করা হচ্ছে।
No comments:
Post a Comment