Trending

Tuesday, 14 May 2019

ইংলিশ প্রিমিয়ার লীগে জয়ী ৩ জন গোল্ডেন বুট বিজেতা।
১২ই মে রবিবার শেষ হলো ইংলিশ প্রিমিয়ার লীগ। তার মধ্যে ঘটে গেছে অনেক ঘটনা। এইবারের ইংলিশ প্রিমিয়ার লীগে আরেকটা বড়ো ঘটনা হলো লীগের প্রথম ২টো জয়ী টিম হলো ম্যান সিটি ও রানার আপ লিভারপুল তাদের প্রত্যেকের ৩৮ ম্যাচ খেলে পয়েন্ট সংখ্যা যথাক্রমে ৯৮ ও ৯৭।
কিন্তু লীগ শেষ হওয়ার পরেও এক দারুন ঘটনা ঘটেছে। প্রিমিয়ার লীগ ইতিহাসে এই নিয়ে তৃতীয় বার এক মরসুমে একসাথে ৩ জন গোল্ডেন বুট জয়ী হন মোহাম্মদ সালাহ , আযুবামেইয়াং ও সাদিও মানে।২০১৮-১৯ মরসুমে তারা প্রত্যেকেই ২২ টি করে গোল করেন তাদের টিমের হয়ে। এর মধ্যে আযুবামেইয়াং হলো আর্সেনালের খেলোয়াড় ও  সালাহ এবং মানে হলো লিভারপুলের খেলোয়াড়। আর এরা ৩ জনই আফ্রিকার বাসিন্দা। এছাড়াও সবচেয়ে বেশি গোল করানোর ক্ষেত্রে নাম আসে চেলসির ইডেন হ্যাজার্ডের, তিনি মোট ১৫ টি গোল করান এই মরসুমে।

No comments:

Post a Comment