Trending

Monday, 27 May 2019

বিশ্বকাপে ভারতের জেতা নিয়ে আশা বাদী নয় গৌতম গম্ভীর


আসন্ন ক্রকেট বিশ্বকাপ ২২ গজের মহারণ শুরু হতে বাকি হাতে কয়েক দিন। তার আগে অবশ্য যথারীতি শুরু হয়ে গিয়েছে ভবিষ্যৎ গণনা, প্রিয় দল বাছাইয়ের পর্ব।গৌতম গম্ভীরের কাছে জানতে চাওয়া হয়েছিল তাঁর পছন্দের দল কোনটি। বিশ্বকাপ জয়ী ক্রিকেটার জানালেন,অস্ট্রেলিয়া। সংবাদমাধ্যমে গম্ভীর জানিয়েছেন, তাঁর প্রথম পছন্দ অস্ট্রেলিয়া। বাঁহাতি এই ব্যাটসম্যানের ধারণা, বিশ্বকাপের ফাইনালে খেলতে দেখা যাবে অজি একাদশকে। এছাড়া অপর ফাইনালিস্ট হিসেবে দেখা যেতে পারে ইংল্যান্ড অথবা ভারতকে।গম্ভীরের অজি এবং ইংলিশ প্রেম দেখে হয়তো অনেকেই অবাক হবেন। একাংশের মনে প্রশ্ন জাগতে পারে, মহেন্দ্র সিং ধোনি, শিখর ধাওয়ান, বিরাট কোহলিদের মতো ক্রিকেটার থাকতে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডকে কেন বাছলেন গৌতি!

 তার যুক্তিও অবশ্য তিনি দিয়েছেন। গম্ভীরের মতে,অস্ট্রেলিয়া বিশ্বকাপে বরাবরই ফেভারিট। এবারেও তাদের দলে রয়েছে যথেষ্ট ভারসাম্য। তাই অস্ট্রেলিয়াকে প্রথম ফাইনালিস্ট হিসেবে বেছে নিয়েছেন গম্ভীর। ইংল্যান্ডের উপর আস্থা রাখার কারণ তাদের দলে বেশ কয়েকজন অলরাউন্ডারের উপস্থিতি। দিল্লি নিবাসীর মতে, বেন স্টোকস, মইন আলি সহ একাধিক অলরাউন্ডারের উপস্থিতি শক্তি বাড়িয়েছে ইংল্যান্ডের।তার সঙ্গে তারাই এবার আয়োজক দেশ। তাই গম্ভীরের কাছে দ্বিতীয় ফাইনালিস্টের অন্যতম দাবীদার জো রুটের দল। 

No comments:

Post a Comment