দরিদ্র পরিবার তাই পড়াশোনার পাশাপাশি বাবাকে ব্যবসার কাজে সাহায্য করতে হত। আবার সন্ধ্যেবেলায় একটু সিরিয়াল না দেখলে কি চলে? তাহলে পড়াশোনা করতে কখন?? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হেসে ফেলে সায়ন্তন জানায় নিঝুম রাত ছিল তার পড়াশোনার আদর্শ সময়।
সায়ন্তন বসাক। গঙ্গারামপুরের দত্তপাড়ার এক তাতি পরিবারের ছেলে। ছোটবেলা থেকেই পড়াশোনা অত্যন্ত মেধাবী ছিল সায়ন্তন। আশা ছিল মাধ্যমিকের ফলাফল অবশ্যই খুব ভালো হবে। তবে এতটা ভালো হবে সেটা সত্যিই সায়ন্তন বা তার পরিবারের কেউ আশা করেনি। মঙ্গলবার সকাল সাড়ে নটায় মাধ্যমিকের ফলাফল ঘোষণার সময় নিজের নাম কানে শোনার পর তো বিশ্বাসই করতে পারেনি সায়ন্তন।
সায়ন্তন এর মোট প্রাপ্ত নম্বর ৬৮৩। মাধ্যমিকে রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছে সে। টিভিতে এই খবরটি প্রচারিত হওয়ার পরই পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয়স্বজন, শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে আনন্দের ঢেউ খেলে যায়। আসতে থাকে একের পর এক অভিনন্দন বার্তা। আসবে নাই বা কেন। এ সাফল্য যে বড় কষ্ট করে অর্জন করা। এমনিভাবে সংগ্রাম করেই সে তার উচ্চশিক্ষা চালিয়ে যেতে চায়।
No comments:
Post a Comment