কলকাতা ও তার শহরতলীর তাপমাত্রা গত কয়েকদিনে ৩৮ ছুয়েছে। এমন নাজেহাল করা পরিস্থিতি তে কার্যত প্রাণ যায় যায় পরিস্থিতি শহর বাসীর। আবহাওয়া দপ্তর ও সুখবর শোনাতে ব্যর্থ এরম ভাবেই দিন দিন নাজেহাল হচ্ছে শহর বাসী শরীর খারাপ হচ্ছে বাসিন্দা দের সান স্টোকের ভয় তো আছেই।
কিন্তু মানুষের পাশাপাশি প্রাণ ওষ্ঠাগত পশুপাখি দের ও। অবলা প্রানী দের কথা আর কেই বা ভাবে কিন্তু কলকাতা পুলিশ ভেবেছে তাদের কথা। তীব্র গরমে ধর্মতলা ও ময়দান অঞ্চল জুড়ে যাদের সবর্ত্র দেখা যায় অর্থাৎ মাউন্টেড পুলিশ বা ঘোড়সওয়ার বাহিনী তাদের ৫ ঘোড়া নাজেহাল গরমে। ঘোড়া গুলির দেখা শোনার ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়াও স্যালাইনের ব্যবস্থা ও করা হয়েছে। বাকি ঘোড়া গুলি কেও দিন ৩-৪ বার স্নান করানো হচ্ছে গরম থেকে রেহাই পাওয়ার জন্য।
No comments:
Post a comment