Trending

Wednesday, 8 May 2019

ধোনির মেয়েকে কিডন্যাপ করার হুমকি!
জিভা এখন অনেকটাই বড় হয়েছে । ধোনি তার মেয়েকে কোলে নিয়ে গত সোমবার ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেন । এই জিভাই ধোনিকে খেলার সময় গ্যালারি থেকে প্রচুর উৎসাহ দিয়ে থাকে । এই ইনস্টাগ্রামে ছবির সাথে, সে সকল কে জানায় যে, তার বাবা-মার মতো যেন সবাই ভোট দেয় । জিভার এই কথা শুনে অনেকেই তার ভক্ত হয়ে উঠেছে ।এই তালিকাতে কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক প্রীতি জিনটা নামও রয়েছে । 
গত রবিবার মোহালিতে, চেন্নাই বনাম পাঞ্জাব ম্যাচে হার মেনেছে ধোনির দল । ম্যাচ শেষে প্রীতি ও ধোনিকে মাঠে একসঙ্গে আলাপচারিতায় মেতে উঠতে দেখা যায় । সম্প্রতি তারপরই প্রীতি টুইট করে লেখেন ," ক্যাপ্টেন কুলের অসংখ্য ভক্তের মধ্যে আমিও একজন । ইতি মধ্যে তার মেয়ে জিভারও বড় ভক্ত হয়েছি আমি । ধোনিকে সতর্ক করতে চাইছি যে, আমি জিভাকে অপহরণ করতে পারি ।" অবশ্য প্রীতির এই মাজকরার টুইট ধোনি  দেখেছেন কিনা জানা নেই।

No comments:

Post a Comment