বিশ্বকাপে লিগের ম্যাচের আগে গর্জণ সোনা গেলো ভারতীয় দলের। প্রথম প্রদর্শনী ম্যাচে ভালো পারফর্মেন্স দেখতে পারেনি ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে হার পেয়েছিলো ভারত। মাত্র ১৭৯ রানে অল আউট হয়েছিল দল। সর্বোচ্চ রান করেন রবীন্দ্র জাদেজা , ৫০ বলে ৫৪ রান।
তবে বাংলাদেশের বিরুদ্ধে পারফর্মেন্স ফিরে পেয়েছে ভারতীয় দলের খেলোয়াড়। ৩০০ রানের বড়ো পাহাড় গড়ে তারা।অন্য দলদের বুঝিয়ে দিলো মেন ইন ব্লু, ছেড়ে দেবে না অতিসহজে। রাহুল এবং মাহেন্দ্রা সিং ধোনি দুজনেই আজকে ভালো খেলা দেখিয়েছে। দুজনের নামেই শতরান। চার নম্বরে ব্যাট করতে নেমে ৯৯ বলে ১০৮ রান করেছে। এবং ধোনি ৭৮ বলে ১১৩ রান। যার মধ্যে ধোনি ৮ টি চার ও ৭ টি ছয় মেরেছেন। জোড়া শতরানের বিনিময় ৩৬০ রানের পিছু করতে বলেন মোর্তাজা দের। আশাকরছি ভারতের এই পারফর্মেন্সটি শেষ পর্যন্ত থাকবে।
আপনাদের কি মনে হয় মেন ইন ব্লু ওয়ার্ল্ডকাপ ২০১৯ সের চ্যাম্পিয়ন হবে। নিচে কমেন্ট করে জানান
No comments:
Post a comment