আইপিএল শেষ হওয়ার পরের দিনই প্রকাশিত হলো সেরা একাদশের। এই দলে সুযোগ পেয়েছে আই পি এল সেরার সেরা রা। আসুন এক নজরে দেখে নিই সেরা একাদশ কে।
১) ডেভিড ওয়ার্নার (হায়দ্রাবাদ)
২) কে এল রাহুল (পাঞ্জাব)
৩) শ্রেয়স আইয়ার (দিল্লী)
৪) ঋষভ পান্থ (দিল্লী)
৫) আন্দ্রে রাসেল (কলকাতা)
৬) মহেন্দ্র সিং ধোনী (চেন্নাই)
৭) হার্দিক পান্ডিয়া (মুম্বাই)
৮) শ্রেয়স গোপাল (রাজস্থান)
৯) কাগিসো রাবাডা (দিল্লী)
১০) যশপ্রীত বুমরাহ (মুম্বাই)
১১) ইমরান তাহির (চেন্নাই)
দলে কে কে আর থেকে প্রত্যাশা মতো জায়গা পেয়েছেন আন্দ্রে রাসেল। এর সাথে সাথেই শেষ হলো আই পি এল ২০১৯ আরও এক বছরের অপেক্ষা। নতুন তারকা গড়ার খেলা আবারো আসবে এক বছর পর।
No comments:
Post a Comment