সুবর্ণ সুযোগ হারালো কে কে আর !!!
২০১৯ আই পি এল থেকে ছিটকে গেলো কলকাতা নাইট রাইডার্স। এদিন প্লে অফে জেতে গেলে জিততেই হতো নাইট ব্রিগেড কে কিন্তু এদিন কার্যত মুম্বাইএর কাছে আত্মসমর্পণ করলো নাইট বাহিনী। এই ম্যাচে হেরে চলতি আই পি এল থেকে বিদায় ঘটলো কে কে আর এর। অপরদিকে চতুর্থ বাছাই হিসেবে সেমির টিকিট পাকা করে ফেললো হায়দ্রাবাদ। মুম্বাই ও পৌছে গেলো লিগের শীর্ষে।
এদিন টসে জিতে কলকাতা কে ব্যাট করতে পাঠায় মুম্বাই প্রথমে ব্যাট করে ২০ ওভারে মাত্র ১৩৩ রান তোলে কে কে আর। ক্রিস লিন সর্বোচ্চ ৪২ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়েই প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বাই। একরাশ নিরাশা নিয়ে এবারের মতো আই পি এল কে বিদায় জানালো নাইট সমর্থক রা। গোটা টিম প্রতিজ্ঞাবদ্ধ হলো পরবর্তী মরশুমে আরো শক্তিশালী হয়ে ফিরে আসার।
No comments:
Post a Comment