কলকাতার ২৩ টি প্রাথমিক স্কুলে চলছে মশার চরম উপদ্রপ। যার প্রভাব শুধু ছাত্রদের উপর নয় , পড়ছে আশেপাশে এলাকার বাসিন্দাদের উপরও। এই বিদ্যালয় গুলিকে পরিস্কার করতে আদেশ দিলেন কলকাতার পৌরসভার কমিশনার খলিল আহমদ। তিনি শিক্ষা বিভাগের চিফ ম্যানেজারকে বিদ্যালয়গুলির তালিকা দিয়ে চিঠি পাঠিয়েছেন।
পৌরসভার শিক্ষা বিভাগের মেয়র পরিষদের সদস্য অভিজিৎ মখোপাধ্যায় জানিয়েছেন , কমিশনারের চিঠি অনুযায়ী কাজ শুরু করার আদেশ জানিয়েছেন। পৌরসভার তথ্য অনুযায়ী , পুর প্রশাসনের অধীনে অধীনে আছে মোট ২৬৩ টি বিদ্যালয়। তাদের মধ্যে ১০০ টি পৌরসভার অধীনে। মোট ছাত্র সংখ্যা প্রায় ৩০,০০০ জন।
কোনো বিদ্যালয় রয়েছে জমা জল , কোথাওবা আছে আবর্জনার স্তূপ। মশার বাসা রয়েছে বিদ্যালয়ের ছাদেও। সেখানে দিনের পর দিন জল জমে মশার সংখ্যা বাড়ছে। সবমিলিয়ে রীতিমতো ভয়াভয় অবস্থা। এতদিন সাফাই হয়নি কেন ? কেন বিপদের মধ্যে পড়তে হচ্ছে ছাত্রদের ? স্বাভাবিক ভাবেই যগ্যোরদারির গাফিলতিতে ক্ষুদ্ধ কমিশনার খলিল আহমেদ।
No comments:
Post a comment