Trending

Saturday, 18 May 2019

আরেকটা বড়ো সম্মান পেলেন মেসিহ্যাঁ মেসি আরেকটা সম্মান পেয়েছেন। কিন্তু তা কোন ফুটবলের অবিশ্বাস্য নজিরের স্বীকৃতি নয়। মেসি এবার এক অন্য রকমের সম্মান পেয়েছেন। স্পেনের কাটালান অঞ্চলের সরকার "ক্রিউ ডে সেন্ট জোর্দি" নামক কাতালানের সর্বোচ্চ নাগরিক সম্মান দেন মেসিকে।
এই সম্মানটি দেওয়া হয় সমাজসেবামূলক কাজে অংশ নেওয়া এবং আঞ্চলিক ঐতিহ্যে রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকার জন্য। বৃহস্পতি বার এক বর্ণময় অনুষ্ঠানে মেসির হাতে এই স্মারকটি তুলেদেন ক্যাটালোনিয়ার প্রেসিডেন্ট কুইম তোরা। অনুষ্ঠানে মেসি ছাড়াও বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমিয়ো-সহ ক্লাবের অন্য শীর্ষ কর্তারা। মেসি ফুটবলের সম্মান পাওয়ার সাথে সাথে অনেক সমাজসেবামূলক কাজ করেন। তার নিজের একটি ফাউন্ডেসনও আছে যা কাতালানের মেডিক্যাল সেন্টার গুলির সাথে সু -যোগাযোগ রেখে কাজ করে। এবং ক্যান্সারে আক্রান্ত শিশুদের সাহায্যও করে এই সংস্থা। 

স্পেনের কাটালান সরকারের সর্বোচ্চ নাগরিক সম্মান "ক্রিউ ডে সেন্ট জোর্দি"  ১৯৮১ সাল  থেকে দেওয়া শুরু করেন।একমাত্র ফুটবলার হিসেবে জোহান ক্রয়েফই এই সম্মানটি পেয়েছিলেন, কিন্তু এখন মেসিও তার ভাগীদার হলেন।
  

No comments:

Post a Comment