লোকসভা ভোট শুরুর আগেই দেশের সব রাজনৈতিক জাতীয় দল ও আঞ্চলিক দলগুলির অভিযোগ ছিল "ইভিএম" এ কোনো গন্ডগোল আছে এবং শাসক দল বিজেপির কোনো কারসাজি আছে এতে। যার জন্য তার এক জোট হয়ে ভারতীয় সুপ্রিম কোর্টেও আবেদন করেছিলেন তারা। কিন্তু কোর্ট বিষয়টি তদন্ত করেন আর তাদের এই অভিযোগকে অস্বীকার করেন।
অভিযোগ আসার পরই নির্বাচন কমিশনের পক্ষথেকে "এই ৩৫ টি ইভিএম নির্বাচনের দিন ‘রিজার্ভ’ বা অতিরিক্ত হিসেবে রাখা হয়েছিল। যাতায়াতের সমস্যার জন্য এই ইভিএম গণনাকেন্দ্রে পৌঁছতে দেরি হয়েছে।" একের পর এক ঘটনা সামনে আসার পরই উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির প্রধান নরেশ উত্তম প্যাটেল রাজ্যের সমস্ত স্ট্রং রুমে আট ঘণ্টার শিফ্টও তৈরি করে কড়া নজর রাখতে নির্দেশ দিয়েছেন দলীয় কর্মীদের। দলীয় কর্মী সমর্থকদের একই নির্দেশ পাঠিয়েছে বহুজন সমাজ পার্টিও। কংগ্রেস কর্মীদেরও একই পরামর্শ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী।
No comments:
Post a comment