২০১৯ সের লোকসভা নির্বাচনের ফল প্রকাশে সময় লাগবে অনেক বেশি। এমনটাই আশঙ্খা করছে কমিশন। কাজেই আগামী ২৩ সে মে দুপুরের পর ফল প্রকাশের সম্ভাবনা কম বলে মনে হয়। মোট ২০,৬২৫ টি বুথের ভিভিপ্যাট গুনতে হবে। যতক্ষন না পর্যন্ত কন্ট্রোল ইউনিটের সঙ্গে ভিভিপ্যাটের ক্লিপের সংখ্যা মিলছে ততক্ষন চালিয়ে যেতে হবে ভোট গণনা।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আগের তুলনায় বেশি পরিমানে গুনতে হবে ভিভিপ্যাট ক্লিপ। আগে যেখানে লোকসভা ভোটে প্রতি বিধানসভা পিছু একটি করে পোলিং বুথে ভিভিপ্যাট গোনা হতো , সেখানে গুনতে হবে পাঁচটি করে। গোটা দেশে মোট ৪,১২০ টি বিধানসভা আসন আছে , প্রত্যেকটিতে পাঁচটি করে ভিভিপ্যাট ক্লিপ গুনতে হবে। সুতরাং এর সংখ্যা দাঁড়িয়েছে ২০,৬০০ টি।
২০১৯ সের লোকসভা ভোটে দেশের প্রতিটি বুথে ভিভিপ্যাটযুক্ত ইভিএমে ভোট হচ্ছে। ভোটাররা যে ইভিএম টিপে ভোট দেন , সেটা ভোটকেন্দ্রের তৃতীয় পোলিং অফিসারের অধীনে থাকা ইউনিটে জমা হয়। ভোট গ্রহণ শেষ হলে , কতটা ভোট পড়েছে তা দেখে সিল করা হয়। সেটি খোলা হবে গণনার দিন। কাজেই কন্ট্রোল ইউনিটের সঙ্গে ভিভিপ্যাট গুনতে যথেষ্ট পরীক্ষার মধ্যে পড়তে হবে কমিশনকে।
No comments:
Post a comment