Trending

Tuesday, 21 May 2019

সাপের সংসার করছে এই যুবতী!!
আমরা সাধারন মানুষ সাধারণত নিজের পোষ্য হিসেবে কুকুর বা বিড়াল কে ধরি। কিন্তু সাপ কী কারোর বন্ধু বা পোষ্য হতে পারে? হ্যাঁ এমনই এক কাজ করে দেখিয়েছে লন্ডনে থাকা 21 বছরের যুবতী। তার বাড়িতে রয়েছে 16 টি সাপ। যেগুলো নাকি পোষ্য।

আদরে মানুষ করেছে সকলকে। এদের সাথে সময় কাটাতে ভালবাসেন তিনি। আপাতত পশু চিকিৎসা তার পড়ার বিষয়। 16 টি সাপের মধ্যে একটি পাইথনের সাথে সবচেয়ে বেশি সময় কাটান তিনি। এমনকি নিজের মেয়ে বলে পরিচয় দেয় 16 ফুট লম্বা বার্মিন পাইথন কে। এই আদরে ও পোষ্যদের কামড় খেতে হয় তাকে। তিনি অবশ্য বিন্দুমাত্র চিন্তিত নন। তার বরং ভালই লাগে। তাদের কামড় তিনি নাকি আদরের স্পর্শ বলে মনে করে। 'জি' দাবি করেছেন ,সরীসৃপ প্রাণীর অপেক্ষাকৃত ভীতু তাই এমন সাপ কখনোই কামড়ায় না। সপ্তাহে একদিন খেতে দিতে হয় তাদের। বড় সাপের জন্য তিন ছয় কেজি খরগোশ ও ছোট সাপের জন্য মুরগি বরাদ্দ। এখন 16 টি সাপের সাথে থাকলেও ভবিষ্যতে আরও বেশি সাপ পোষার ইচ্ছা প্রকাশ করেছে তিনি। 

No comments:

Post a Comment