লোকসভা ভোটের আগে ভারতের সব পার্টির সদস্য থেকে সভাপতি প্রায় প্রত্যেকেই প্রচারে নাম পড়েছেন। বাদ পড়েননি তৃণমূল পার্টির সভাপতি মমতা ব্যানার্জী। তিনি এই শনিবার বসিরহাট এলাকায় ভোট প্রচারের জন্য হাসনাবাদে সভায় ভাষণ দিতে এসেছিলেন মমতা ব্যানার্জী।
ভোট প্রচারে এসে ভাষণের মাধ্যমে মমতা অনেক আক্রমণ করে বিজেপিকে ও মোদিকে। মঞ্চে মমতা ছাড়াও ছিলেন বসিরহাট এলাকায় তৃণমূল প্রার্থী নুসরাত জাহান। নুসরাত সম্পর্কে মমতা বক্তিতাতে বলেন,"নুসরাত আমাদের ঘরের মেয়ে। আমি হিন্দু,নুসরাত মুসলমান।তবে ওরও যা রক্ত, আমারও তাই রক্ত। ওরও দুটো চোখ, আমারও দুটো চোখ। আমারও একটি লিভার দুটো কিডনি ওরও তাই। তফাৎ একটাই ! ও দেখতে সুন্দর, আমি দেখতে সুন্দর নই"। কথাটি বলে মঞ্চেই হেঁসে ফেলেন তিনি।
No comments:
Post a Comment