ইকো পার্ক কে বিশ্বের সেরা পার্কে পরিণত করার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এদিন রাজারহাট নিউটাউনে বারাসাত কেন্দ্রের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের প্রচারে জনসভা করেন মুখ্যমন্ত্রী যেখানে উপচে পড়া জনসমাগম ঘটে। সভায় মুখ্যমন্ত্রী বলেন ভবিষ্যৎ এ ইকো পার্ককে কেন্দ্র করে অনেক পরিকল্পনা করছে সরকার, দ্রুত উন্নতি ঘটানোই তাদের প্রধান লক্ষ্য।
প্রসঙ্গত উল্লেখ্য যে ২০১১ সালে সরকারে আসার পর তিনি ইকো পার্ক বানানোর পরিকল্পনা নেনে। বর্তমানে ইকো পার্ক ভারতের অন্যতম বৃহত্তম পার্ক রাজ্য ও রাজ্যের গণ্ডী ছাড়িয়ে মানুষ এসেছে এই পার্কে। স্পীড বোটিং, ডিয়ার পার্ক,বাটারফ্লাই গার্ডেন, জাপানিস গার্ডেন, টয় ট্রেন এবং সর্বোপরি সেভেন ওয়ান্ডারস কিন্তু মন জয় করেছে আট থেকে আশির তাই মুখ্যমন্ত্রীর থেকে এমন প্রতিশ্রুতি বার্তা পেয়ে কিন্তু খুশি হতেই পারেন ভ্রমণ পিপাসু রা।
No comments:
Post a comment