ফলাফল এর আগের দিন টেনশন তো হবেই। সময় যত এগিয়ে আসছিলো স্নায়ুরচাপ ততই বাড়ছিল। কিন্তু শুধু টেনশন করে বসে থাকলেই তো চলবে না ।টেনশন থেকে মুক্তি পাবার উপায় খুঁজতে হবে। আগামী দিন ভাগ্য গণনা হতে চলে ছিল নেতা-মন্ত্রী সহ গোটা ভারত বাসির। টেনশনে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আর টেনশন থেকে মুক্তি পাবার উপায় হিসেবে তিনি বেছে নিয়ে ছিলেন রবীন্দ্র সংগীতকে। সিন্থেসাইজারে "প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে "গান গেয়ে তিনি স্নায়ু র চাপ নিয়ন্ত্রণ কর ছিলেন। নিজে সিন্থেসাইজার বাজিয়ে গান পরিবেশন করে তিনি তার জন্মভূমি কে বার্তা দিলেন।
নিজের ফেসবুক পেজে তিনি জন্মভূমির সকল মানুষের প্রতি লেখা এই গান।তিনি সকলের জন্য উৎসর্গ করেছেন। সকলকে তিনি বলছেন আপনারা যে যেমন আছেন যে যেমন কাজ করছেন সে তেমনি থাকুন ঠিক যেমন আমি আছি। শেষ দফা ভোটের আগে তিনি তিন তিনটে কবিতা লিখেছিলেন। বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গা নিয়ে তিনি কবিতার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। তবে এবার শুধু কবিতা নয় সুর সাধনায় মগ্ন হয়ে তিনি নিজেও চিন্তা মুক্ত হতে চাইলেন এবং সমস্ত দলীয় কর্মী তথা বঙ্গবাসীর জন্য চিন্তা মুক্তির উপায় হিসেবে এই পথ বেছে নেওয়ার উপদেশ দিলেন।
No comments:
Post a Comment