জমে উঠেছে নির্বাচনী তরজা বর্তমানে রাজ্য রাজনীতি জুড়ে শুধুই একটা দ্বন্দ্ব মোদী বনাম মমতা। প্রায় প্রত্যেকটি সভা থেকে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদী বাংলায় নির্বাচনী সভায় এসে মমতার বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন "কেন্দ্রীয় সরকারের টাকা তছরুপ করে সিন্ডিকেট চালাচ্ছে রাজ্য সরকার আর তৃণমূলের অধিকাংশ নেতাই নাকি কয়লা মাফিয়া"। উপযুক্ত প্রমাণ ছাড়া প্রধানমন্ত্রীর এহেন অভিযোগের বিরুদ্ধে সচ্চার হয়েছে রাজ্য সরকার।
এদিন জনসভা থেকে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলেন "উনি প্রমাণ ছাড়ায় এসব বলছেন উনি যদি প্রমাণ করতে পারেন আমাদের নেতারা কয়লা মাফিয়া তাহলে আমি নিজে তাদের দল থেকে বহিষ্কার করবো, আর উনি যদি প্রমাণ করতে ব্যর্থ হন তাহলে ওনাকে ১০০ বার কান ধরে ওঠবোস করতে হবে মিথ্যা প্রচারের জন্য"। সব মিলিয়ে লোকসভা ভোটের রেজাল্টের আগেই রাজ্যরাজনীতি উত্তাল যুযুধান দুই পক্ষ কে নিয়ে। সোশ্যাল মিডিয়া তেও ট্রলের ছড়াছড়ি আট থেকে আশি সবাই ট্রল করছেন জাতীয় স্তরের নেতা দের। সব মিলিয়ে রজেল্টের আগেই পরিস্থিতি উত্তাল জাতীয় ও রাজ্য রাজনীতি তে।
No comments:
Post a comment