গতকাল পরলোক গমন করলেন বাংলা টেলি জগৎ এর বিখ্যাত অভিনেতা মৃণাল মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন এই বর্ষীয়ান অভিনেতা তথা প্রখ্যাত গায়িকা মিস জোজোর পিতা। আজ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল সূত্রে খবর তার শরীর ভাঙ্গতে শুরু করেছিল এরপরই গতকাল তিনি পরলোক গমন করেন।
প্রায় পাচ দশক ধরে টেলি দুনিয়ায় অতি পরিচিত মুখ এই মৃণাল মুখোপাধ্যায়। তার দুই সন্তান অভিনেতা দেবপ্রিয় মুখোপাধ্যায় ও গায়িকা জোজো মুখোপাধ্যায়। সম্প্রতি বর্ষীয়ান এই অভিনেতাকে দেখা গেছে "ব্যোমকেশ ও চিড়িয়াখানা" ছবি তে এছাড়াও সম্প্রতি ছোট পর্দায় কিচু সিরিয়াল করে গেছেন। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া স্টুডিয়ো পাড়ায়।
No comments:
Post a Comment