কর্পোরেশন স্ট্রিট-এ অবস্থিত রানী রাসমণির বাড়ি ভেঙে পড়লো শুক্রবারে। বাড়ি ভেঙে পরার অভিযোগ জানালো তার বাড়ির সদস্যরা। মেট্রোর কাজের কারণেই ভেঙে পড়লো রাসমণির বাড়ি। মেট্রোর বোরিং মেশিনের কম্পনের ফলেই এই অবস্থা কলকাতার এই ঐতিহাসিক বাড়ির। তোর পরিবারের প্রত্যেকটি সদস্য এখন একটি হোটেলে।
পরিবারের পক্ষ থেকে শশী হাজরা জানিয়েছেন , "আমাদের বলা হয়েছিল , বাড়ির কোনো ক্ষতি হবে না মেট্রোর কাজ চলা কালীন। আমরা তাই নিশ্চিন্তে ছিলাম। কিন্তু কাল বিকালে হটাৎ করে ইট খসে পরে। বাড়ির প্রত্যেকটি জায়গায় বোরো বোরো ফাটল ধরেছে। আমরা এখন সবাই এমব্যাসি হোটেলে রয়েছে। তিনি আরো জানিয়েছেন ,"আমাদের এখনও আরো দিন চারের মতো এই হোটেলে থাকতে হবে।
No comments:
Post a comment