Trending

Wednesday, 8 May 2019

একবার আবার ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্স!
গতকাল ছিল চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম কোয়ালিফায়ার ম্যাচে। লীগের খেলায় মুম্বাই ইন্ডিয়ান্স ১ম স্থানে এবং চেন্নাই সুপার কিংস ২য় স্থানে খেলা শেষ করে। আই পি এল ২০১৯ সে এই নিয়ে তৃতীয় বার দেখা এই দুটি দলের। পুনরায় মুম্বাই , চেন্নাই এর মাঠে চেন্নাই কে হারায়। এবং আই পি এল ২০১৯ সের ফাইনালে পৌছেযায়। আজ হায়দ্রাবাদ বনাম দিল্লির খেলা। এই খেলায় যে জিতবে তার সাথে কোয়ালিফায়ার ২ খেলবে চেন্নাই। মুম্বাই গতকাল জিতে প্রথম দল হিসেবে ফাইনালে গিয়েছে। মুম্বাই এর পরের খেলা আসছে রবিবার। আজকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই কে ২০ ওভারে মাত্র ১৩১ রানে আটকে দেয়। চেন্নাই এর হয়ে সর্বোচ্চ রান করে রাইডু ( ৩৭ বলে ৪২ রান ) এবং ধোনি ( ২৯ বলে ৩৭ রান )। মুম্বাইয়ের সবশ্রেষ্ট বলার রাহুল চাহার ( ১৪ রানে ২ উইকেট )। মুম্বাই সেই রান মাত্র ১৮.৩ ওভারে তুলে দেয়। মুম্বাই এর হয়ে সর্বোচ্চ রান করেন সূর্য্য কুমার যাদাভ । তিনি ৫৪ বলে ৭১ রান করে নিজের দলকে জেতান।

No comments:

Post a Comment