Trending

Monday, 6 May 2019

জাতীয় দলের নতুন কোচ!
ভারতীয় জাতীয় ফুটবল দলের এশিয়ান কাপের খারাপ প্রদর্শনের পর চাকরি হারাতে হয় স্টিফেন কনস্টেন্টাইন কে। এরপরই নতুন কোচ খোজার কাজ শুরু হয় অনেক প্রফাইল জমা পড়লেও শেষমেশ কোচ হিসেবে বাচা হলো প্রাক্তন ক্রোয়েশিয়ান বিশ্বকাপার ইগর স্টিম্যাচ কে। যদিও একটা সময় মনে করা হচ্ছিলো আলবার্তো রোকা কেই দায়িত্ব দেওয়া হবে। কিন্তু কে এই ইগর স্টিম্যাচ আসুন জেনে নি।

১৯৯৮ ফিফা ওয়ার্ল্ড কাপে ক্রোয়েশিয়ার জার্সি গায়ে খেলেছেন এই ইগর স্টিম্যাচ। ক্রোয়েশিয়ার জার্সি গায়ে ৫৩ ম্যাচ খেলেছেন ৫১ বছর বয়সী এই প্রাক্তন ফুটবলার। কোচিং করিয়েছেন বহু দলে তার কোচিং য়েই ক্রোয়েশিয়া ২০১৪ বিশ্বকাপ এর মূল পর্বে ওঠে। এছাড়াও তিনি অনেক ক্লাব দলে সাফল্যের সাথে কোচিং করিয়েছেন। সুনীল দের নতুন কোচ ভারতের হয়ে কতোটা ফুল ফোটাতে পারবে তা শুধু সময়ই বলতে পারে।

No comments:

Post a Comment