দলবদলের বাজারে ক্রমশ ব্যাকফুটে পড়ে যাচ্ছিলো মোহনবাগান। দলের অনেক ফুটবলারেরই বকেয়া বেতন সমস্যা আছে দীর্ঘদিনের, তার মধ্যে ইনভেস্টর বা স্পন্সর না পাওয়ায় আর্থিক সংকট ক্রমশ মাথা চাড়া দিচ্ছিলো। এর মধ্যেই দলবদলের বাজারে চমক দিলো মোহনবাগান কোচ খালিদ জামিলের পরিবর্তে নিয়ে আসা হলো চ্যাম্পিয়ন্স লিগ এ কোচিং করানো পোল্যান্ডের কিবু ভিকুনা কে।
ইস্টবেঙ্গল এর কোচ হাই-প্রোফাইল, সাথে সাপোর্ট স্টাফ রাও ফিফা প্রো লাইসেন্স ধারি, তাই ব্যাকফুটে থাকা মোহনবাগান ও সেই রাস্তাতেই হাটলো। যদিও কোচ হিসেবে কিভুর তেমন সাফল্য নেই গত মরশুমে যে ক্লাবে কোচিং করাচ্ছিলেন সেটি অবনমনে চলে গেছে তাই ক্লাব না পাওয়ায় মোহনবাগান এর অফারে রাজি হয়ে যান কিভু। তেমন সাফাল্য না থাকলেও তিনি ১ বার পোলিশ কাপ জিতেছেন। এবার দেখার হাইপ্রোফাইল কোচের হাত ধরে সাফল্য আসে নাকি গঙ্গাপাড়ের ক্লাবে।
No comments:
Post a comment