Trending

Monday, 6 May 2019

ইস্টবেঙ্গল এ এবার স্পানিশ স্ট্রাইকার

 ইস্টবেঙ্গল এ এবার স্পানিশ স্ট্রাইকারঘর গোছাতে শুরু করে দিয়েছে লাল-হলুদ। কোচ আলেহান্দ্র মেনেন্ডেজ ফিরে গেছেন দেশে কিন্তু সেখানে গিয়েও কড়া ভাবে নজর রাখছেন স্পানিশ তরুন প্রতিভা দের উপর। এর মধ্যেই তার পছন্দ হয়েছে কয়েকজন ফুটবলার তাদের মধ্যে ইস্টবেঙ্গল এ খেলতে দেখা যেতে পারে ২২ বছর বয়সী ফরওয়ার্ড ক্রিশ্চিয়ান পেরালেস।ক্রিশ্চিয়ান পেরালেস বর্তমানে খেলছেন স্পেনিশ সেকেন্ড ডিভিশন ক্লাব ইউ ডি সেন্সে তে সেখানে ১৪ টি গোল ও করেছেন তিনি। এছাড়া আটলেটিকো মাদ্রিদের বি টিমে ৩ বছর খেলার অভিজ্ঞতা আছে এই তরুন ফুটবলারের। ৬ ফুট উচ্চতার এই ফুটবলার পরিচিত তার চোখ ধাঁধানো গোলার মতো শট ও হেডিং দক্ষতার জন্য। আলেহান্দ্রোর খুব মনে ধরেছে এই ফুটবলার টিকে তাই সব কিছু ঠিকঠাক থাকলে ইস্টবেঙ্গল এ খেলতে দেখা যেতেই পারে এই স্পানিশ তরুন কে, উল্লেখ্য হাইমের সাথে যদি জুটি বাধে ক্রিশ্চিয়ান তাহলে কিন্তু স্বপ্ন দেখা শুরু করে দেবে লাল-হলুদ জনতা।

No comments:

Post a Comment