দলবদলের বাজারে অনেকটাই ফ্রন্টফুটে খেলছে লাল হলুদ। কোচ আলেহান্দ্র ও তার সহকারী রা স্পেন উড়ে গেছেন নিয়মিত যাচ্ছেন লা লিগার বিভন্ন ডিভিশানাল ম্যাচ দেখতে। স্কাউটিং করছেন ভালো ফুটবলার তুলে আনার ক্ষেত্রে এর মাঝেই তার মনে ধরেছে তরুন আক্রমণাত্মক মিডফিল্ডার মানু মোলিনা কে।
ম্যানুয়াল আন্তোনিও মোলিনা ভ্যালেরো অরফে মানু মোলিনা ২৭ বছরের এই ফুটবলার খেলেছেন লা লিগাত বিভিন্ন ডিভিশনে। স্পেপানিওল এর বি টিম থেকে উত্থান তার লা লিগায় খেলেছেন স্পেপানিওল এর জার্সি গায়ে। বর্তমানে তিনি খেলছে স্যালামানকা সি এফ ক্লাবে। অনবদ্য গতি সাথে চোখ ধাঁধানো স্কিল ও ফ্রি কিক স্পেপালিস্ট এই ফুটবলার কে লাল-হলুদ জার্সি পরানো যায় নাকি সেটাই দেখার এখন।
No comments:
Post a Comment