লোকসভা ভোট চলাকালীন প্রচারের তোড়জোড় চোখে পড়ছে সর্বত্র। সদ্য রাজনীতি তে নাম লেখানো অভিনেত্রী নুসরাৎ নিজের কেন্দ্র বসিরহাটের পাশাপাশি প্রচার করছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রার্থীদের হয়ে। এদিন তিনি প্রচার করতে আসেন পশ্চিম মেদিনীপুর এর গোয়ালতোড় এলাকায়।
সেখানে প্রার্থী বীরবাহা সোরেনের হয়ে প্রচারে আসেন তিনি সেখানেই ঘটে বিপত্তি। স্থানীয় জোয়ারডাঙ্গা স্কুলের মাঠে প্রচারসভা চলাকালীন তাকে কেন্দ্র করে ভিড় জমে কয়েক হাজার উৎসাহী জনতার। একপর্যায়ের অভিনেত্রীর সাথে ছবি তুলতে মঞ্চে উঠে পড়েন স্থানীয় কয়েকজন এরপর পুলিশ জনতা কে সামাল দিতে মঞ্চে উঠলে ঘটে বিপত্তি। অস্থায়ী মঞ্চ ভেঙ্গে পড়ে যান অভিনেত্রী নুসরাৎ যদিও তার চোট লাগেনি। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে অস্থায়ী মঞ্চ কি কারণে ভাঙ্গলো অতিরিক্ত ভার বহন করে না পারার জন্য না মঞ্চ তৈরি তে গলদ ছিলো তা খতিয়ে দেখা হচ্ছে।
No comments:
Post a comment