ফণীর প্রভাবে উড়ে গেলো পুরীর জগন্নাথ মন্দিরের পতাকা। পুরোহিত দের দাবী আজ ভোরে মন্দিরপ্রাঙ্গনে এসে তারা লক্ষ্য করেন মন্দিরের চুড়ায় সুদর্শন চক্রের উপর যে ২১ ফুটের পতাকা উড়তে দেখা যায় সেটা আর সেখানে ছিলো না।
প্রসঙ্গত উল্লেখ্য কাল রাত থেকে ঘন্টায় ৮০কিমি বেগে হাওয়া বইছিলো পুরীতে তাতেই উড়ে গেছে পতাকা। পুরীর মন্দিরের নিয়ম অনুযায়ী চূড়ায় না থাকলে মন্দিরের সমস্ত পূজার্চনা বন্ধ থাকবে তাই বিকল্প হিসেবে ৮ ফুটের একটি পতাকা লাগানো হয় ১১ টার সময়।
সব মিলিয়ে ৪৩ বছর পর এই ধরনের প্রবল ঝড় আসতে চলেছে তার আগাম সতর্কতা স্বরুপ এই কান্ড ঘটেছে এইরকম দাবীও করছেন অনেকে।
No comments:
Post a Comment