শুক্রবারে আদালতে শুনানির প্রথমেই বুধবারেই তিন পাতার এফিডেভিট দাখিল করে ক্ষমা চাইলেন তিনি। বিজেপির সাংসদ মীনাক্ষী লেখি , কংগ্রেস সভাপতির বিরুদ্ধে আদালতে অবমাননার অভিযোগ করেছিলেন। সেই মামলা যাতে বন্ধ কার হয় , তার আবেদন জানিয়েছেন রাহুল গান্ধী। রাহুলের বিরুদ্ধে আনা অভিযোগের খুবশীগ্রি শুনানি হওয়ার কথা শীর্ষসআদালতে। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেত্রাধীনে গঠিত বিশেষ মঞ্চে জানানো হয়েছে যে , রাফারল চুক্তির গত ১৪ই ডিসেম্বরের রায় পূর্নবিবেচনা করে জানানো হবে আগামী ১০ই মে।
শুক্রবারে আদালতে শুনানির প্রথমেই বুধবারেই তিন পাতার এফিডেভিট দাখিল করে ক্ষমা চাইলেন তিনি। বিজেপির সাংসদ মীনাক্ষী লেখি , কংগ্রেস সভাপতির বিরুদ্ধে আদালতে অবমাননার অভিযোগ করেছিলেন। সেই মামলা যাতে বন্ধ কার হয় , তার আবেদন জানিয়েছেন রাহুল গান্ধী। রাহুলের বিরুদ্ধে আনা অভিযোগের খুবশীগ্রি শুনানি হওয়ার কথা শীর্ষসআদালতে। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেত্রাধীনে গঠিত বিশেষ মঞ্চে জানানো হয়েছে যে , রাফারল চুক্তির গত ১৪ই ডিসেম্বরের রায় পূর্নবিবেচনা করে জানানো হবে আগামী ১০ই মে।
No comments:
Post a comment