Trending

Wednesday, 8 May 2019

ইস্টবেঙ্গল এ পিন্টু মাহাতো?
জোরকদম এ ঘড় গোছাচ্ছে ইস্টবেঙ্গল এবার তাদের নজরে বাগানের ফুটবলার পিন্টু মাহাতো। গতবছর মোহনবাহানের জার্সি গায়ে খেলেছেন এই ফুটবলার ডার্বিতে অভিষেক ম্যাচেই গোল করেছিল তিনি তার খেলা চোখে ধরেছিল আপামর ফুটবল প্রেমীর। কেউ কেউ আবার তার খেমায় এমবাপের ছোঁয়া ও দেখতে পেয়েছিলেন। সেই পিন্টুর দিকেই হাত বাড়ালো ইস্টবেঙ্গল।

দীর্ঘদিনের বেতন সমস্যা বাগান ফুটবলারদের। বেশ কয়েকমাসের বেতন বাকি পিন্টুর তারপর ইস্টবেঙ্গল নাকি তাকে বড়ো অঙ্কের প্রস্তাব করেছে ময়দানে চাপা গুনজন লালহলুদ জার্সি গায়ে চাপাতে রাজি এই আদিবাসী তরুন। তাই সব কিছু ঠিকঠাক থাকলে পিন্টুর ইস্টবেঙ্গল এ খেলা কার্যত সময়ের অপেক্ষা। পিন্টুর সাথেই কোয়েস কর্তা দের নজরে আছেন বাগানের অপর ফুটবলার অরিজিৎ বাগুই। স্থানীয় ছেলেদের নিয়ে কাজ করতে ভালোবাসেন আলেহান্দ্র তাই এই মরশুমে হয়তো একঝাক বাঙালী তরুন দেখা যাবে লাল-হলুদে।

No comments:

Post a Comment