ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা কতটা তা আমরা ভালো করেই জানি। কিন্তু তা যে ডোনাল্ড ট্রাম্প কে হার মানিয়ে দেবে তা হয়তো কেউ আশা করতে পারিনি। তবে হ্যাঁ নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তায় হারিয়ে দিয়েছেন তাকে। অনলাইন ভিসিবিলিটি ম্যানেজমেন্ট ও সীমার্সের গবেষণায় তা ধরা পড়েছে। কিন্তু এই ব্যাপারে এখনো প্রথম স্থান দখল করে রয়েছেন প্রকট মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা।
অনলাইন ভিসিবিলিটি ম্যানেজমেন্ট ও সীমার্সের গবেষণার রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের মোট সোশ্যাল মিডিয়ার ফলোয়ারের সংখ্যা ৯৬ মিলিয়ন আর মোদির ৪৩ মিলিয়ন ফেসবুক, ৪৭ মিলিয়ন টুইটার ও ২০ মিলিয়ন ইনস্টাগ্রামে ফলোয়ার রয়েছে। আর সর্বমোট ফলোয়ার হলো ১১০.৯ মিলিয়ন।
তবে টুইটারের এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তার টুইটার ফলোয়ারের সংখ্যা ৫৯.৮ মিলিয়ন। আর ভারতের অন্য বোরো রাজনীতিবিদের মধ্যে সবার প্রথম নাম আসে রাহুল গান্ধীর। ফেইসবুক, ইন্সট্রাগ্রাম ও টুইটারে তার মোট ফলোয়ারের সংখ্যা ১২ মিলিয়ন।
No comments:
Post a comment