বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের ম্যাচে আর্সেনালের মুখোমুখি হয়েছিল ক্লাব ভ্যালেন্সিয়া। এদিন ৩-১ গোলে ভ্যালেন্সিয়া কে পরাজিত করে আর্সেনাল তিনটি গোল করেন লাকাজেতে ২, আবামায়ং ১ অপরদিকে ভ্যালেন্সিয়ার হয়ে গোল করেন দিয়াখাবি। কিন্তু এইসবের মাঝে বিতর্ক অন্য জায়গায়।
এদিন দিয়াখাবির গোলের পর গ্যালারি তে নাৎসি সেল্যুট দিতে দেখা যায় ভ্যালেন্সিয়ার কিছু সমর্থক দের উল্লেখ্য ফুটবল মহলে অত্যন্ত কঠোর ভাবে নিষিদ্ধ এই নাৎসি স্যেলুট। এরপরই বিতর্ক তৈরি হয় দোষী সমর্থক দের শাস্তি দাবী করেছে আর্সেনাল কর্তৃপক্ষ, যদিও ভ্যালেন্সিয়া কর্তৃপক্ষ এর দাবী এরা কোনোদিনই প্রকৃত ভ্যালেন্সিয়া সমর্থক নন গোটা বিষয় টিকে কঠোর ভাবে দেখার কথা জানিয়েছে ক্লাব ভ্যালেন্সিয়া। প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও এই ধরনের অভিযোগ উঠেছে ভ্যালেন্সিয়া সমর্থক দের উপর।
No comments:
Post a comment