Trending

Tuesday, 7 May 2019

এবার মোদিকে খেলোয়াড়ি খেতাব দিলেন রাহুল গান্ধী!
লালকৃষ্ণ আডবাণীর প্রসঙ্গে কংগ্রেস সভাপতি আক্রমণ করলেন মোদিজিকে । সোমবার হরিয়ানা ভিওয়ানিতে এক বক্তৃতার মাধ্যমে আক্রমণ করলেন তিনি। আডবাণীকে কোচ ও মোদিকে তার বক্সার হিসাবে উপেক্ষা করেন তিনি । রাহুল গান্ধী বলেন,"২০১৪ সালে বক্সার মোদি ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি দিয়েছিলেন, বেকারত্ব ও দুর্নীতি দূর করবেন। সেই সাপেক্ষে মোদি ঘুসি মারলেন আডবাণীকে । এরপরে জেটলিজি ও গড়করিজি ঘুসি মারছেন ছোট ব্যবসাই ও কৃষকদের ।"উল্লেখ্য লালকৃষ্ণ আডবাণী গুজরাটের গাঁধীনগরে সাংসদ । পরপর ৬ বার একই আসনে সাংসদ হয়েছেন তিনি । কিন্তু বিজেপি দেয়নি তাকে আসনের টিকিট । তার পরিবর্তে ভোট লড়ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
এই প্রথমবার নয় , এর আগে একাধিক বার মোদিকে আক্রমণ করেছেন রাহুল গান্ধী, আডবাণীর সাপেক্ষে । আর এবার আডবাণীর ইস্যুতে হিন্দুত্বকেও টেনেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ।

No comments:

Post a Comment