অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল ঋষি কাপুরের অসুস্থতার কথা। কিন্তু সঠিকভাবে জানা যায়নি তার অসুস্থ এর কারণ। তার স্ত্রী নীতু সিং এর পোস্ট থেকে জানা যায় প্রখ্যাত অভিনেতা র এই ভয়াবহ রোগের কথা। এর আগেও পরিচালক রাহুল রাওয়াইলর পোস্ট থেকে কিছুটা আন্দাজ করা হয়েছিল। কিন্তু যেহেতু কাপুর পরিবার এই কথাটি আড়াল করে রেখেছিল তাই জানা সম্ভব হয়নি।
দীর্ঘদিন ধরে চিকিৎসার জন্য তাকে নিউইয়র্কে রাখা হয়েছিল। যদিও তখন তিনি ক্যান্সারে আক্রান্ত কিনা তা নিয়ে জনসম্মুখে কেউ মুখ খোলেনি।গত বছর সেপ্টেম্বরে নিউইয়র্কে ঋষি কাপুরের চিকিৎসা চলছিল ।তাই তার মা কৃষ্ণরাজ র শেষকৃত্যে তাকে দেখা যায়নি।
তাকে সর্বশেষ নট আউট ১০২ ছবিতে দেখা গিয়েছিল।বলিউডের বেশিরভাগ তারকারাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছে তার বড় পর্দায় ফিরে আসার জন্য।তাছাড়া চিকিৎসাধিন অবস্থায় অনেক তারকারাই তার সঙ্গে নিউ ইয়র্কে দেখা করতে ও যান।
তবে এখন সে সম্পূর্ণ ক্যান্সারমুক্ত। এছাড়া তার বড় ভাই রন্ধির কাপুর জানিয়েছেন এখন সে সুস্থ আছেন। দীর্ঘ লড়াইর পর অভিনেতা ঋষি কাপুর পরাস্ত করতে পেরেছেন মরণব্যাধি ক্যান্সার কে।
No comments:
Post a Comment