Trending

Saturday, 11 May 2019

বাবা হতে চলেছেন সালমান খান।
বিগত কয়েক বছর ধরে বলিউডে একটাই প্রশ্ন - "কবে বিয়ে করবেন সালমান খান ?" কিন্তু কখনো সঠিক ভাবে উত্তর দেননি বলিউডের ভাইজান । তবে ৫৩ বছর বয়সে বিয়ে না করে বাবা হবার দিকে বেশি ঝোঁক তার । খবর অনুযায়ী জানা গেছে , সারোগেসির মাধ্যমে সন্তানের বাবা হতে ইচ্ছুক সালমান । সারোগেসির মাধ্যমে বাবা বা মা হওয়া নতুন কিছু নয় । এর আগে বলিউডে  শারুখ খানের ছেলে আব্রামের জন্ম হয়েছিল এই সারিগেসির দ্বারা । করণ জোহর দুই যমজ সন্তানের বাবা হয়েছিলেন একইভাবে । এছাড়া তুষার কাপুর ও একতা কাপুরও বাবা মা হয়েছিলেন এইভাবে । এবার সাল্লু ভাইও এই পথে চলতে ইচ্ছুক । তিনি খুব তাড়াতাড়ি এবিষয় তার সিদ্ধান্ত জানাবেন বলে , শোনা যাচ্ছে ।

No comments:

Post a Comment