বিশ্বকাপ এখনো শুরু হয় নি পুরোপুরি ভাবে। তবে শুরু হয়েছে অন্য খেলা। এই ম্যাচে গম্ভীর ও আফ্রিদি একে ওপরের প্রতিদ্বন্দী। গম্ভীরের প্রতি আফ্রিদির তীব্র বাক্যবাণ। আগে গম্ভীর বলেছিলো , বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলা উচিত নয় ভারতের। তার পরিবর্তে আফ্রিদি বলেন , কোনো শিক্ষিত মানুষ এই ধরণের কথা বলতে পারে না।
গম্ভীর নির্বাচন জেতার পর , আফ্রিদি জানায় ,মানুষ এমন একজনকে জিতিয়েছে যার কোনো বুদ্ধি নেই। অনেক আগের থেকেই তাদের দুজনের মধ্যে সম্পর্ক ভালো নয়। তাদের অবসরের পর এই সম্পর্ক যেন আরো ভয়ঙ্কর রূপ নিয়েছে।
বিশ্বকাপ নিয়েও আফ্রিদি বলেছেন, প্রস্তুতি ম্যাচে আফগানিস্থানে কাছে হেরেছে পাকিস্তান। পাক অধিনায়ককে ব্যাটিং অর্ডারে উপরে উঠে আস্তে হবে। তিনি আরো জানিয়েছেন ৫,৬,৭ নম্বরে ব্যাটিং করতে হলে হাতে বড় শট থাকা দরকার। যেটা সরফরাজের নেই।
No comments:
Post a comment