হেডলাইনটা শুনে অবাস্তব মনে হলেও এমনটাই ঘটেছে ইউরোপের দেশ ফ্রান্সে। ফ্রান্সের দক্ষিণ পূর্ব পার্বত্য অঞ্চলে একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমতে থাকে হাতে গোনা কয়েকজন কে নিয়ে ক্লাস করানো মুশকিল হয়ে পরেই, শিক্ষার্থী দের অভিভাবক রা স্থানীয় একটি খামার থেকে বাছাই করা ১৫ টা ভেড়া কে স্কুলে ভর্তি করে দেয় সন্তানদের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে ।
যদিও এর ফল হয়েছে উল্টো ভেড়া দের পেয়ে বেজায় খুশি খুদে শিক্ষার্থী রা। এমন চাঞ্চল্যকর ঘটনা যেখানে ঘটেছে সেই অঞ্চলের মেয়র বলেন "শিক্ষার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদে এই কাজ করা হয়েছে, যদিও শিক্ষার্থী রা উপভোগ করছে গোটা বিষয় টিকে অবসর সময় তা ভেড়া দের সাথে খেলে সময় কাটাচ্ছে"।
No comments:
Post a Comment