২০১৯এর আইপিএল মরসুমের সেরা প্রতিভাবান ট্রফি জেতেন হরিয়ানার শুভমান গিল। এই মরসুমে গিলের ১৪ ম্যাচ খেলে ২৯৬ রান করে, সর্বাধিক রান ৭৬। তার ব্যাটিং দেখে প্রায় প্রত্যেকেই মুগ্ধ। গিল অনুর্ধ ১৯ বিশ্বকাপ জেতে এবং তার সা র আইপিএল মরসুমের সেরা প্রতিভাবান ট্রফি জেতেন হরিয়ানার শুভমান গিল। এই মরসুমে গিলের ১৪ ম্যাচ খেলে থে সেই প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ও হন। এই বছর আইপিএল এর অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করলে গিল বলে, "একটি মিশ্র অভিজ্ঞতা নিয়েযাচ্ছি এবারের আইপিএল থেকে। প্রতিযোগিতার শুরুতে কয়েকটা ম্যাচ ওপেন করি তারপর টিমের ব্যাটিং অর্ডারে পরিবর্তন হয়েছিল। শেষের দিকে আবার প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পাই।"
আইপিএল এর সেরা প্রতিভাবান ট্রফি নিতে গিয়ে গিল বলে সচিন এর সাথে দেখা হলে তার পা ছুতে যাই আমি। কিন্তু সচিন গিলের হাত ধরে বলেন যে, "শুধু মা-বাবা কে প্রণাম করো আর কারোর পা ধরতে হবেনা।" সচিনের সেই কথাটি গিল ভুলতে পারেনি। ভারতের সিনিয়র দলের হয়ে নিউজিল্যান্ডের হয়ে অভিষেকও করেন গিল। এই মুহূর্তে গিলের শুধু একটাই কাজ ভারতীয় A দলের হয়ে ভালো খেলে সিনিয়র টিমে জায়গা করে নেওয়া।
No comments:
Post a comment