আজকাল ইন্টারনেট দুনিয়ায় সবকিছু হাতের মুঠোয় চলে এসেছে। এখনকার ছেলেমেয়েদের বাইরে গিয়ে খেলার প্রয়োজন হয়ে ওঠে না। পাবজি নেশাতে মগ্ন আজকের এই জেনারেশন।
এই গেমের জ্বালায় অতিষ্ঠ সকল বাড়ির লোকেরা। এই নেশা থেকে ছেলেকে মুক্তি করাতে এবার মা নিজের হাতেই দায়িত্ব নিয়ে নিলেন। ছেলেকে জোগাড় করে দিলেন একটি গার্লফ্রেন্ড,যেন তার মন অন্যদিকে না যায়।
এই ঘটনাটি ঘটেছে আরামবাগে। ঘটনাটি অদ্ভুত হলেও এখন খুশি মা ও ছেলে। নিজের ফেসবুক একাউন্টে এই ঘটনা বড় করে লিখে পোস্ট করেন কুড়ি বছরের তরুণ। তবে এখন পাবজি নেশা থেকে অনেকটাই মুক্ত হয়েছে বলে জানিয়েছেন।
No comments:
Post a Comment