ভারতের কাছে NSG কমান্ডো চেয়েছে শ্রীলংকা
হ্যাঁ ঠিক শুনেছেন ভারতের NSG কমান্ডো শ্রীলংকার মাটিতে অপারেশন করতে পারে। সম্প্রতি শ্রীলংকা সরকার এই অনুরোধটি ভারতের কাছে এখনো সরকারি ভাবে করেনি, কিন্তু খুবশীঘ্রই তা সরকারি ভাবে হতে চলেছে বলে অনুমান করা হচ্ছে।
ভারত শ্রীলংকার সরকারের থেকে সরকারি ভাবে সরাসরি আবেদনের জন্য অপেক্ষায় আছে। সূত্র থাকে জানাগেছে ভারত মোট ১০০ রও বেশি NSG কমান্ডো পাঠাতে পারে শ্রীলংকাতে। এবং তারা কাউন্টার টেরোয়ার ও কাউন্টার হাইজ্যাকিঙ এর বিরুদ্ধ এ লড়াই করবে।
এ ছাড়াও ECONOMICS TIME এর থাকে জানা যায় ভারতের ২ জন RAW অফিসার শ্রীলংকাতে আতঙ্গবাদীর বিরুদ্ধ এ কাজ করছেন।ভারতের NSG কমান্ডোও তৈরি রয়েছে চেন্নাইতে, আদেশ আসলেই তারা শ্রীলংকাতে যাতে তৈরি।
অবশেষে শ্রীলংকার তাহলে ভারতের কাছেই আস্তে হলো চীনের কাছে না। COMMENT করে জানান আপনাদের মতামত, ধন্যবাদ।
হ্যাঁ ঠিক শুনেছেন ভারতের NSG কমান্ডো শ্রীলংকার মাটিতে অপারেশন করতে পারে। সম্প্রতি শ্রীলংকা সরকার এই অনুরোধটি ভারতের কাছে এখনো সরকারি ভাবে করেনি, কিন্তু খুবশীঘ্রই তা সরকারি ভাবে হতে চলেছে বলে অনুমান করা হচ্ছে।
ভারত শ্রীলংকার সরকারের থেকে সরকারি ভাবে সরাসরি আবেদনের জন্য অপেক্ষায় আছে। সূত্র থাকে জানাগেছে ভারত মোট ১০০ রও বেশি NSG কমান্ডো পাঠাতে পারে শ্রীলংকাতে। এবং তারা কাউন্টার টেরোয়ার ও কাউন্টার হাইজ্যাকিঙ এর বিরুদ্ধ এ লড়াই করবে।
এ ছাড়াও ECONOMICS TIME এর থাকে জানা যায় ভারতের ২ জন RAW অফিসার শ্রীলংকাতে আতঙ্গবাদীর বিরুদ্ধ এ কাজ করছেন।ভারতের NSG কমান্ডোও তৈরি রয়েছে চেন্নাইতে, আদেশ আসলেই তারা শ্রীলংকাতে যাতে তৈরি।
অবশেষে শ্রীলংকার তাহলে ভারতের কাছেই আস্তে হলো চীনের কাছে না। COMMENT করে জানান আপনাদের মতামত, ধন্যবাদ।
No comments:
Post a comment