Trending

Tuesday, 14 May 2019

অস্কার মনোনীত তামিল ছবি
অস্কার মনোনীত হলো তামিল স্বল্প দৈর্ঘের সিনেমা কামালি। এর আগেও অনেক সম্মানে সম্মানিত হয়েছিল এই শর্ট ফিল্ম যার মধ্যে ছিলো বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরুস্কার, কিন্তু এবার একেবারে অস্কার। ২০২০ অস্কার এর জন্য মনোনীত করা হলো কামালি কে। ছবিটির পরিচালনা করেছেন নিউজিল্যান্ড এর বিখ্যাত শর্ট ফিল্ম পরিচালিকা শাশা রেনবো। কিন্তু এই ছবি তৈরি হয়েছে কিসের উপর ভিত্তি করে বা এর গল্পটাই বা আসুন জেনে নিই।

কামালি ছবিটি তৈরি হয়েছে তামিল নাডুর মুর্তি পরিবারের ছোট্ট ৯ বছরের কন্যা কামালির স্কেট বোর্ডিং করার স্বপ্ন কে সামনে রেখে। ২৪ মিনিট দৈর্ঘের এই ছবির প্রতিটা পরতে আছে কামালি ও তার মায়ের লড়াই ও স্কেট বোর্ডার হওয়ার অদম্য ইচ্ছা।ছবিটি আদৌ অস্কার মঞ্চে কতোটা সাড়া ফেলতে পাড়বে সেটা এখনই বলা না গেলেও ছবিটি যে দর্শকমহলে ইতিমধ্যেই অনেক প্রশংসা কুড়িয়েছে তা বলাই যায়।

No comments:

Post a Comment