কয়েকদিন আগেই গোয়েন্দার তরফ থেকে খবর আসে, যে বাংলায় হামলার ছক কষছে কুখ্যাত সন্ত্রাসবাদি সংগঠন আইএসআইএস। তার আগে আইএস এর তরফ থেকে একটি পোস্টারে জানানো হয়েছে এবার তারা বাংলায় হামলা করতে চলেছে। এরপরই তৎপরতা শুরু হয়ে গেছে ভারত ও বাংলাদেশে।
এদিকে 123 মাউন্টেন ব্রিগেড হেড কোয়ার্টার্সের তরফে উত্তরবঙ্গের দার্জিলিং এ হামলা আশঙ্কার কথা জানানো হয়েছে। এ বিষয়ে সর্তকতা জানানো হয়েছে। সূত্রের দাবি আসন্ন 18 ই মে বুদ্ধ পূর্ণিমার দিন হামলা চালাতে পারে জঙ্গিরা। এই কাজে এক একটি আত্মঘাতী মহিলা জঙ্গিকে নিযুক্ত করা হয়েছে বলে দাবি।
এই খবর পৌঁছাতেই পুরো দার্জিলিং জেলাজুড়ে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এর আগে 2017 সালের একবার বাংলাদেশের জেএমবি জঙ্গিরা নিশানায় রেখেছিল উত্তরবঙ্গকে।
No comments:
Post a Comment