কয়েকদিন ধরে আদ্রতার জন্য প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলা গুলি। গত কয়েক দিনে তাপমাত্রার পারদ চড়ছে। বৃষ্টির নাম গন্ধ নেই। কিন্তু উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃহস্পতিবার ঝমঝমিয়ে বৃষ্টি নামার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস।
উত্তরবঙ্গের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি ,কোচবিহার, কালিম্পং আলিপুরদুয়ার ইত্যাদি স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে অবশ্য আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। তবে বিকেলে থেকে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে। তবে এখনই গরম কমার কোনো সম্ভাবনা নেই।
কলকাতা তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩৬°-৩৮° সেলসিয়াসের মধ্যে, যা স্বাভাবিকের তুলনায় ১-২ ডিগ্রী বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকছে আশি শতাংশের উপর। আজ কলকাতার তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রির কাছাকাছি। সুতরাং, এখনই গরম থেকে কোনো নিস্তার নেই কলকাতাবাসীর।
No comments:
Post a comment