এই মৌসুমে রিয়েল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছিল ক্রিশ্চানো রোনাল্ডো। জুভেন্টাসে আসা মাত্রই ওকে নিয়ে উৎসাহিত ছিল গোটা তুরিন। ক্লাব কর্তৃপক্ষ থেকে শুরু করে সর্মথকরা।
রোনাল্ডোর ওপর বেশি নজর দেওয়ার কারণে অন্যান্য ফুটবলারদের অবহেলা করা হচ্ছে বলে অভিযোগ করে আন্তর্জাতিক সংবাদ সংস্থা। তাতে বেজায় চটেছে ক্লাবের তিন তারকা ফুটবলার।(পাওলো দিবালা, মন্দজুকিক এবং অ্যালেক্স সান্দ্রো)
মাদ্রিদ ছাড়ার পর রোনাল্ডোকে নিজের করে নিতে বেশি নজর দিচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। একটা কথা খুব পরিষ্কার যে রোনাল্ডোর মতো ফুটবলার দলের হয়ে থাকা মানে এগিয়ে থাকা। তাই এই কারনেই বেশি নজর দিচ্ছে রোনাল্ডোর উপর। আগামী মোরশুমে দিবালা কে পাওয়া যাবে না বলে এক প্রকার ধরে নেওয়া হচ্ছে। দীর্ঘদিন কথোপকথন চলছে দিবালার ক্লাব ছাড়ার প্রসঙ্গ নিয়ে। তার পাশাপাশি মন্দজুকিক ও সন্দ্র ছাড়তে পারে।শুধু তাই না রোনাল্ডোর পছন্দ করা কিছু প্লেয়ার এই মরসুমে যোগ দিতে পারে বলে খবর ফুটবল সূত্রে।
No comments:
Post a Comment