Trending

Wednesday, 22 May 2019

টিকটক সেলেব্রেটিকে গুলি করে খুন !


বয়স ২৪ , মোহিত মোর। যাকে সবাই "ফিটনেস ফ্রিক" বলেও চেনে। জনপ্রিয় শেয়ারিং অ্যাপ্ তার ফলোয়ার সংখ্যা প্রায় ৫ লক্ষ। মাঝেমধ্যেই সে তার ইনস্টাগ্রাম ও টিকটক একাউন্টে বিভিন্ন ধরণের ফিটনেস ভিডিও আপলোড করতেন। 
নাজাফগড়ে একটি জিমে যেতেন মোহিত। গত মঙ্গলবার বিকাল ৫টা নাগাদ বাড়ির কাছাকাছি একটি ফটোকপির দোকানে অপেক্ষা করছিলেন তিনি। এক বন্ধুর অপেক্ষা করছিলেন সোফায় বসে। আচমকাই তিন দুস্কৃতির দল, বাইকে করে এসে গুলি করে তাকে। সিসিটিভিতে ধরা পড়েছে তাদের ছবি। তাদের মধ্যে দু'জনের মাথায় ছিল হেলমেট। তবে একজনের ছবি স্পষ্ট বোঝা গেছে। 
এক পুলিশ অধিকারী জানিয়েছে , ১৩টি গুলি মারা হয়েছে মহিয়কে লক্ষ করে। ঘটনার পরে তাকে কোচের একটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কোনো লাভ হয়নি। সেখানে যাওয়ার সাথে সাথে মৃত ঘোষণা করা হয় তাকে। শুরু হয়েছে তদন্ত। মনে করা হচ্ছে , ব্যক্তিগত রোষের কারণে এই খুন করা হয়েছে।   

No comments:

Post a Comment