কিছু দিন আগেই বাজারে এসেছিলো ট্রাম্প টয়লেট ব্রাশ যা কেনার জন্য অনলাইন বাজারে ভীড় জমায় প্রচুর মানুষ। বিশ্বের সবচেয়ে বড়ো অনলাইন শপিং রিটেইলার আমাজন.কম অনেক টাকার লাভ করেন। এর আগে নিউজিল্যান্ডএও তৈরিকৃত ডোনাল্ড ট্রাম্প টয়লেট ব্রাশ অনলাইন বিক্রয় মাধ্যম 'ইটিএসওয়াই'তে পাওয়া যায়।
তার কিছুদিন পর আমাজন আবার সবাইকে চমক দেখিয়ে বাজারে নিয়ে আসেন ট্রাম্প টয়লেট টিস্যু পেপার। যার দাম ভারতীয় মুদ্রায় ১ হাজার টাকা প্রায়, সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে তা বলা হয়েছে। এর বিবরণে আরো বলা হয়েছে, ‘মেক টয়লেট পেপার গ্রেট এগেইন’। এছাড়া এতে বলা হয়েছে এটি একটি অসাধারণ এবং চতুর রাজনৈতিক গিফট রাজনৈতিক মহলে। তবে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের পক্ষথেকে কোনো বক্তব্য আসেনি। আপনাদের জন্যও এই টিস্যু পেপারটি কেনার জন্য লিঙ্কটি দেওয়া হলো - https://amzn.to/2V5M4VG
No comments:
Post a comment