মুখের মধ্যে চোখ যে সবচেয়ে আকর্ষণীয় অংশ।প্রথম দেখায় তাই ওই চোখের মাধ্যমেই যেন মনের ভিতরে ঢুকে পড়া যায়। কিন্তু চোখের পাশে যদি ডার্ক সার্কল জন্ম নেয়, সেই চোখের সৌন্দর্যেও যেন তার প্রভাব পড়ে।ব্যস্ততার যুগে সকলেরই ঘুমের পরিমাণ কমে গিয়েছে। ফলস্বরূপ তার প্রভাব ত্বকেও পড়ে। তৈরি হয় চোখের চার পাশ ঘিরে ডার্ক সার্কল। চোখের চার পাশ খুব সংবেদনশীল হয় বলেই কালো ছোপ পড়ে যায়। আর ডার্ক সার্কল পড়া মানেই বয়সের ছাপ পড়া মুখে।ঘুম কম হওয়া, মানসিক চাপ, হরমোনের সমস্যা, অ্যালার্জি, ডিহাইড্রেশন ইত্যাদি কারণে চোখের কোলে কালি পড়তে শুরু করে। কিন্তু সহজ কয়েকটি ঘরোয়া উপায়ে এই ডার্ক সার্কল দূর করা যেতে পারে। জানতে পড়ুন........
- হার্বাল টি এর সাথে একটু আদা, তুলসী পাতা, কেশর আর একটু মধু মিশিয়ে খেলে ভাল ফল পাবেন। দিনে অন্তত একবার খান।
- পিনাট, গুড়, আর একটু নারকেল মিশিয়ে খান। চোখের কালি আস্তে আস্তে ভিতর থেকে দূর হবে। বিকেলের দিকটা হালকা কিছু খেতে ইচ্ছে করলে এইটি খেতে পারেন।
- তাই দুধের সঙ্গে একটু ময়দা মিশিয়ে সেই মিশ্রণ মুখে মাখুন। পুরো শুকিয়ে কাঠ হওয়ার আগেই জল দিয়ে ধুয়ে ফেলুন। কারণ দুধের মধ্যে ভিটামিন এ ও বি-৬ থাকে আর ভিটামিন বি-৬ ত্বকের কালো ছোপ দূর করতে সাহায্য করে।
এছাড়াও অফিসের চাপ, বাড়ির নানা কাজ, ব্যক্তিগত জীবনে টুকটাক সমস্যা থেকে দূরে থাকুন, স্ট্রেসই হলো ডার্ক সার্কলের প্রধান কারণ।
No comments:
Post a Comment