সূত্র অনুযায়ী খবর পাওয়া গেছে যে , জুলাই মাসের প্রথম সপ্তাহে বসছে প্রথম পূর্ণাঙ্গ বাজেটের অধিবেশন। যেখানে প্রাধান্য পেতে চলেছে কৃষি ও কর্মসংস্থান। বর্তমানে অর্থমন্ত্রীর পদ শুন্য। প্রথম মোদী সকারের প্রথমন্ত্রী ছিলেন অরুন জেটলি। তবে বর্তমানে সোনা যাচ্ছে , অমিত শাহ হতে পারে অর্থ মন্ত্রী।
মোদী সরকারের নির্বাচনের থেকেও বোরো চ্যালেঞ্জ ছিল বাজেট। কর মুক্তের উর্ধসীমা পাঁচ লক্ষ করার দাবি ছিল প্রায় কয়েক দশক আগের থেকেই। গত বাজেটে সেই দাবি পূরণ করা হয়। গত বাজেট ছিল অন্তর্বর্তী বাজেট। তাকে মোদী সরকার বাজেটের ট্রেলার বলে উল্লেখ করে। তবে এইবারের বাজেট দেশকে উন্নয়নের পথে নিয়ে যাবে বলে বিশ্বাস কনের নরেন্দ্র মোদী। সমগ্র দেশবাসীর বিশ্বাস যে , এই বাজেটে সকল মানুষের বসার মর্যাদা রাখবে মোদী সরকার।
No comments:
Post a Comment