অরুণাচল-প্রদেশে সন্ধান পাওয়া গেলো এক বিষাক্ত পিট্ ভাইপার সাপের। পশ্চিমে কামেং জেলায় পাওয়া গেলো এই প্রজাতির সাপের। বিশেজ্ঞরা জানিয়েছেন , লালচে বাদামি রঙের এই সাপ খুবই বিষাক্ত। শুধু তাই নয় , জানিয়েছেন এই সাপের গরম অনুভব করার ক্ষমতাও।
পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ-এর প্রতিনিধি এই সাপের দেখা পেয়েছে পশ্চিমের কামেং এর জঙ্গলে। এই সাপের নামকরন করা হয়েছে অরুণাচলপ্রদেশের নামে। এর নাম হয়েছে 'ট্রিমেরেসুরুস অরুণাচলেনসিস।' কাজে একমাত্র ভারতের রাজ্য অরুণাচলপ্রদেশের নামেই কোনো পিট্ ভাইপারের নামকরণ করা হলো।
হারপেটলজিস্ট দলের প্রধান অশোক ক্যাপ্টেন জানিয়েছেন, "ট্রিমেরেসুরুস অরুণাচলেনসিস" ছাড়াও ভারতে আরো চার ধরণের পিট্ ভাইপার সাপ পাওয়া যায়। এই বাকি চার প্রজাতির সাপ হল :
১) মালাবার
২) হর্সশ্যু
৩) হ্যাম্প-নোসড
৪) হিমালয়ান
এই নতুন প্রজাতির সাপের আরো জানার জন্য গবেষণা চলছে।
No comments:
Post a comment